প্রধান শিক্ষকের বাণী

সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম, কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়টি ব্রাহ্মানবাড়িয়া জেলার কসবা থানার অর্ন্তগত ৮নং কুটি ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এ বিদ্যালয়টির অবস্থান। শিক্ষা ও জ্ঞানের আলো বিতরণের লক্ষ্যে ১৯১৮ সালে ১লা জানুয়ারি “বাবু অটল বিহারী দত্ত” এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ক্রমান্বয়ে অত্র এলাকার জনগণ এ বিদ্যালয়ে শিক্ষা লাভের সুযোগ পেয়ে দেশে বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতিকে সমৃদ্ধ করেছে। বর্তমানেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিদ্যালয়ের শিক্ষার্থীগন উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক এ ত্রয়ীর সম্মিলনেই বিদ্যালয়ের ভালো ফলাফল করা সম্ভব। এ বিদ্যালয়ে শিক্ষাদানের জন্য রয়েছেন অত্যন্ত পরিশ্রমী ও আন্তরিকতা পূর্ণ,দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী। যাঁদের নিরলস প্রচেষ্টা ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমে চলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। আরো আছেন সুযোগ্য পরিচালনা পর্ষদ যাঁরা শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের জন্য নিয়মিত বিদ্যালয়ের খোঁজ খবর রাখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিভিন্ন সহ শিক্ষাক্রমিক কার্যক্রমেও অংশ গ্রহণ করে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। স্কাউট, রেডক্রিসেন্ট, বার্ষিক ক্রীড়া, বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ করে তাদের মানসিক উন্নতির বিকাশ ঘটাচ্ছে।
“শিক্ষাই জাতির মেরুদণ্ড”- এ কথাটি চিন্তা ও চেতনায় ধারণ করেই অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, পরিচালনা পর্ষদ পাঠোন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার মানোন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করি।
‘মহান আল্লাহ আমাদের সহায় হোন।’

শেফালী আক্তার
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়